CBO Conference 2021

CBO Conference 2021

Democratic Governance and Development: Role of Grassroots Citizens Organisations

নাগরিক সমাবেশ ২০২১

গণতান্ত্রিক সুশাসন ও স্থানীয় উন্নয়নঃ তৃণমূল প্রতিষ্ঠানের অভিজ্ঞতা

Thursday, 11 March 2021
Bangabandhu International Conference Center (BICC), Dhaka


বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে সক্রিয় সমর্থন প্রদানের উদ্দেশ্যে সিপিডি ও অক্সফাম ইন্ বাংলাদেশ যৌথভাবে, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায়, দেশের ১৩টি জেলায় “গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় স্থানীয় সরকার ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট পক্ষসমূহের অংশগ্রহণ ও সক্রিয় অবদান রাখার এবং এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সক্ষমতা গড়ার ক্ষেত্রে অবদান রাখা। উল্লিখিত সম্মেলনটি এ প্রকল্পের কার্যক্রমের অন্যতম অংশ।

সিপিডি এবং অক্সফাম টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ, তৃণমূল পর্যায়ের নাগরিক সম্পৃক্ত প্রতিষ্ঠান এবং কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে, এ প্রচেষ্টার মাধ্যমে এসডিজি’র লক্ষ্য-উদ্দেশ্য এবং বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে তাদের ভূমিকা সম্পর্কে স্থানীয় পর্যায়ের অংশীজনদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। এখানে উল্লেখ্য যে, প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে ভৌগলিক অবস্থানগত ও প্রকৃতিক দিক থেকে বাংলাদেশের প্রতিকূল অঞ্চলসমূহ ও সেসব অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এবারের সম্মেলনে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠী ও স্থানীয় প্রশাসনের ভূমিকা আরো জোরদার করা, তাদের  কাজের সমন্বয় ও এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সম্মেলনের আলোচনা থেকে উঠে আসা সুপারিশগুলো ২০৩০ বৈশ্বিক এজেন্ডার স্থানীয় বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের কণ্ঠস্বরকে জোরালো করতে সহায়তা করবে এবং সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগকে বিস্তৃত করবে বলে আমরা মনে করি। এ সম্মেলনে তিনটি বিষয়ভিত্তিক সমান্তরাল অধিবেশন থাকবে – ‘খাদ্য সহায়তা, কৃষি ঋণ এবং যুব কর্মসংস্থান’। এ সকল অধিবেশনের আলোচনা ও সুপারিশের ভিত্তিতে সম্মেলনের সমাপনী অধিবেশনে একটি ‘নাগরিক ঘোষণাপত্র’ গৃহীত হবে।

এ সম্মেলনে দেশের ১৩টি প্রকল্প বাস্তবায়নাধীন অঞ্চল থেকে তিনশতাধিক স্থানীয় পর্যায়ের নাগরিক সম্পৃক্ত প্রতিষ্ঠান এবং কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এসডিজি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, উন্নয়নকর্মী, আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার, বেসরকারি খাতের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

PROGRAMME : [বাংলা ]  [English]

2021-03-09T11:57:44+06:00March 3rd, 2021|Event, National|

This Is A Custom Widget

This Sliding Bar can be switched on or off in theme options, and can take any widget you throw at it or even fill it with your custom HTML Code. Its perfect for grabbing the attention of your viewers. Choose between 1, 2, 3 or 4 columns, set the background color, widget divider color, activate transparency, a top border or fully disable it on desktop and mobile.

This Is A Custom Widget

This Sliding Bar can be switched on or off in theme options, and can take any widget you throw at it or even fill it with your custom HTML Code. Its perfect for grabbing the attention of your viewers. Choose between 1, 2, 3 or 4 columns, set the background color, widget divider color, activate transparency, a top border or fully disable it on desktop and mobile.